জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৪ তম স্বাধীনতা দিবস। রাজধানীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আসাম রাইফেলস ময়দানে। তারই অঙ্গ হিসেবে সদর মহকুমা শাসকের কার্যালয়ে পালন করা হলো ৭৪ তম স্বাধীনতা দিবস। এদিনের অনুষ্ঠান থেকে সদর মহকুমা শাসক অসিম সাহা বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনে অতিমারি করোনাভাইরাস কে পরাস্ত করে আগামী বছর আনন্দ উল্লাস ও উৎসাহের সাথে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে মেতে উঠবো বলে বার্তা রাখেন তিনি।