Site icon janatar kalam

রহস্যজনকভাবে মৃত্যু ২৮ বছর বয়সের এক যুবকের, ঘটনা পুরাতন আগরতলা ডিমা কলোনি এলাকায়

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রহস্যজনকভাবে মৃত্যু হল ২৪ বছরের এক যুবকের। তার নাম শম্ভু দাস। ঘটনা পুরাতন আগরতলা ডীমাকলোনি এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা যায়। শম্ভু দাস পেশায় অটোচালক তার সাথে সাথে বিয়ের বাজনার কাজ করতো। শুক্রবার বাড়ি থেকে ভাত খেয়ে বের হয়েছিলো তার পর আর বাড়িতে আসেন নাই। এলাকাবাসীরা ঘুম থেকে উঠে দেখতে পায় শম্ভু দাসের মৃতদেহ রাস্তায় পড়ে আছে সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ থানাতে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু কিভাবে শম্ভু দাসের মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকাবাসীর সন্দেহ প্রকাশ করছেন সংবাদ মাধ্যমের সামনে জানান। রহস্যজনক ভাবে শম্ভু দাসের এই মৃত্যুকে এলাকাবাসীরা খুন হয়েছে এরকম নজরই দেখছেন কিন্তু পুলিশ ঘটনাটিকে অন্যদিকে মোড় দিতে চলেছেন ঘটনাস্থলে পুলিশ সংবাদমাধ্যমকে জানান মৃত শম্ভু দাস অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ কর্মী সংবাদমাধ্যমকে জানান। তবে ডিমা কোলোনির নেপাল দাসের ছেলে শম্ভু দাস এর মৃত্যু নিয়ে এলাকার জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে তাছাড়া অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে নাকি খুন সেই প্রশ্ন দেখা দিয়েছে এলাকায়।

Exit mobile version