জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা :- রাজ্যে এই মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার অবনতি, বিভিন্ন কোভিড সেন্টার গুলির বেহাল অবস্থা স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে সাধারণ রোগীদের দুর্ভোগ, পাশাপাশি ৩ দিনের সদ্যজাত শিশুর কোরোনা পরীক্ষার কারণে মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে আজ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস গুরখাবস্তি স্থীত প্রধান সাস্থ্য দপ্তরে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন শুক্রবার। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস পশ্চিম লোকসভা ইনচার্জ দেবযানী লস্কর, প্রদেশ মহিলা কংগ্রেস সম্পাদিকা অর্চনা কর, প্রদেশ মহিলা কংগ্রেস সম্পাদিকা শ্রেয়শী লস্কর, অন্যান্য কর্মীবৃন্দর।