Site icon janatar kalam

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানিতে চেকিং অভিযান এন সি সি থানা পুলিশের

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা :- আগামীকাল ৭৪ তম স্বাধীনতা দিবস কে মাথায় রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় এনসিসি থানার পক্ষ থেকে বিশেষ চেকিং অভিযান। এ দিনের কর্মসূচি নিয়ে এনসিসি থানার এসডিপিও প্রিয়া মজুমদার জানান একই উপলক্ষে আগামী কিছুদিন চলবে চলবে এই বিশেষ অভিযান তাছাড়া এদিন তিনি রাজধানীর জনগণদের এবং জান চালকদের সর্তকতা অবলম্বন করে চলা এবং সমস্ত কাগজপত্র নিয়ে চলার আহ্বান রাখেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি বারংবার করা হলেও জনগণের মাঝে এর প্রভাব কতটুকু কার্যকর তাই এখন দেখার বিষয়।

Exit mobile version