Site icon janatar kalam

কংগ্রেস মুখপাত্র রাজিব ত্যাগীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার দায়ে বিজেপির সবভারতীয় মুখপাত্রকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানায় এফআইআর দায়ের প্রদেশ যুব কংগ্রেসের

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- গত ১২ আগস্ট জাতীয় একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যম চ্যানেল ‘আজ তাক’ এর একটি ডিবেট শোতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র অমিত ত্যাগী, সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র ও. সেই টিভি শোতে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র অমিত ত্যাগী কে ব্যাক্তিগতভাবে আক্রমন করেন এবং উনার সমাজ জাত পাত নিয়ে ওনাকে অপমানিত করেন, তারপর ঐ টিভি অনুষ্ঠানেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন. তার কিছুক্ষন পরে ঐদিনই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা জান. তাঁরই পরিপ্রেক্ষিতে আজ সারা দেশের সাথে রাজ্যে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর পশ্চিম থানায় এফআইআর দায়ের করা হয়. এদিনের এই কর্মসূচিত উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস ও এনএসইউআই সহ সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা.

Exit mobile version