জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানীর আসাম রাইফেল ময়দানে প্রতিবছর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নানা ধরনের প্লেটোন ও আরক্ষা বাহিনীর প্যারেড প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হলেও, এবছর অতিমারি করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার জেরে তথ্য সংস্কৃতি দপ্তর এর অনুমতি অনুযায়ী ক্ষুদ্র পরিসরে আসাম রাইফেলস এর ময়দানে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিবারই অর্থ দপ্তরের বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে প্রদর্শন করা হলেও এ বছর এই প্রদর্শনী সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজ আসাম রাইফেলস ময়দানে এনসিসি, টিএসআর, ত্রিপুরা পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, হোম গার্ড বাহিনীর প্যারেডের শেষ মহড়া সমাপ্ত হল আজ। এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে অর্থ দপ্তরের আধিকারিক আরক্ষা বাহিনীর প্যারেড প্রদর্শনী ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে জানান অন্যান্য বছরের তুলনায় এ বছরের প্যারেডের সৌন্দর্য ছিল কম বলে। অন্যান্য বছর স্বাভাবিক পরিস্থিতিতে নানা ধরনের সামাজিক অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন অন্যমাত্রা পেলেও, এবছর করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও ক্ষুদ্র পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করা হলেও দিনটির তাৎপর্যে একটু ও খামতি থাকবে না বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। অন্যান্য বছরের ন্যায় এ বছরও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য বিধায়করা সহ অর্থ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক রা।