জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি :-৭৩ তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলছে সর্বত্র জোরকদমে। বহু মানুষের রক্তে মুক্তিযুদ্ধের গাথা সব্বার মনে চির নতুন। বুধবার আগরতলা পোস্ট চৌমুহনী মুক্তি যুদ্ধের প্রতীক কামনগুলিকে নতুন রংগে সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি গোটা চত্ত্বরজুড়ে চলছে ঝাড়পুছ। মহামারী করোনা দাপটে বিশ্বজুড়েই বিভীষিকা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বড় ধরনের কোন কার্জক্রম না হলেও উংসাহে কোন খামতি নেই। মহান দিবসে সকলের জীবন আলোকময় হয়ে উঠুক আশাবাদী জনগন।