Site icon janatar kalam

বটতলা বিজেপি কার্যালয়ে নাশকতায় বামেদের বিধলেন বিজেপি

জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি :-বাম জমানার অবসান ঘটলেও মনের ছল চাতুরি যায়নি। বড়তলা ফাড়ির নাকের ডগায় যুব মোর্চার কার্যালয়ে নাশকতা তারই প্রমান। এমনভাবেই বামেদের বিধলেন ৮ টাউন বড়দোয়ালী যুব মোচার সভাপতি পংকজ শুক্ল দাস। তিনি অভিযোগ করেছেন, রাতের আধারে নাশকতায় মেলারমাঠের দুর্বত্তরা জড়িত রয়েছেন৷ ক্ষমতা হারিয়ে দিশেহারা অবস্থা বামেদের। রাজ্যের উন্নয়ন কাজ হজম হবেনা মানিক বাবুদের। রাতের আধারে পার্টি কার্যালয়ে নাশকতা বিশৃঙ্খলা চালিয়ে মানুষের জন্য আরো বিরক্তির কারণ হবে বামপন্থীরা। রাজনীতি করতে হ’লে জনতার পাশে থাকতে হবে। রাজ্যের উন্নয়ন কাজ চালু থাকবে বলে দাবী পংকজ শুক্ল দাসের।

Exit mobile version