জনতার কলম,ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-সংগঠিত ছাত্র আন্দোলনের ৮৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় মেলারমাঠ যুব ভবনে। শহিদ স্মরনে প্রতিকূল মুহূর্তেও আন্দোলনের ঝাচ বাড়ানোর বার্তা দেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। ব্রিটিশ শাসিত দেশে তংকালীন সময় কমিউনিস্ট পার্টি নিশিদ্ধ করা হওয়ার পরে ছাত্র যুবাদের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের লড়াই তেজী হয়। আজকের সমসাময়িক পরিস্থিতির মধ্যেই বাম ছাত্ররা লড়াই জারি রাখবে বলে জানান রাজ্য সম্পাদক সন্দীপন দেব৷