Site icon janatar kalam

করেনায় মন্দিরে জন্মাস্টমীতে ভক্তা সমাগম কম

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- ড়সা হামারী করোনা কাটবে বাসুদেবের কৃপায়। জন্মাস্টমীর আনন্দ ম্লান হ’লেও নিয়ম মেনে চলছে জগন্নাথ জিউ মন্দিরে পূজাপাঠ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান ভক্তিকমল মহারাজ। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখা সহ তিন হাতের দূরে বসার আয়োজন করা হয়। প্রভুর নামেই মুক্তি হবে সব মহামারী। করোনা পরিস্থিতির দরুন ভক্ত সমাগম কম৷ মানুষ যদি দরকার ছাড়া না বের হয় তাতেই ভালো৷ মহারাজের মতে আসছে বছর বাসপদেবের দয়ায় সব ঠিক হবে এবং তখন জমকালো আয়োজনে জনমাসঠমী পালন হবে।

Exit mobile version