জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- এনফর্সমেন্ট দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত বাজার অভিযান করার ফলেও গোপন খবরের ভিত্তিতে রাজধানী বাধারঘাট এলাকার চককি মিল থেকে অবৈধ কিছু চাল-আটা উদ্ধার করা হয়। এ দিনের অভিযান নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিক জানান প্রতিদিনের মতো রুটিন মাফিক পরিদর্শনে বেরিয়ে বাধারঘাট এলাকায় পরিদর্শনে এসে দুটো চক্কি মিল পরিদর্শন করেন এবং পরিদর্শন সময় কালে একটি চককি মিল দেখে সন্দেহ জাগে যে বিগত তিনমাস ধরে সেটিকে খোলা হয়নি বলে এবং সেখান থেকে যে সমস্ত খাদ্য সামগ্রী পাওয়া গেছে সেগুলি খাদ্য দপ্তরের রেগুলেশনের সঙ্গে মিল নেই বলে তারই পরিপেক্ষিতে সেই মিলের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। তবে আগামী দিনে এই সমস্ত খাবার অনুপযুক্ত সামগ্রী মিলে রাখার দায়ে কি ব্যবস্থা নেবে প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।