Site icon janatar kalam

নেশা বিরোধী অভিযান করতে গিয়ে নেশা কারবারিদের ধারালো ছুরির আঘাতে গুরুতরভাবে আহত গোয়েন্দা পুলিশ কান্ডের মূল অভিযুক্ত পুলিশের জালে

জনতার কলম,ত্রিপুরা,চুড়াইবাড়ি,প্র‌তি‌নি‌ধি,:-নেশা বিরোধী অভিযান করতে গিয়ে নেশা কারবারিদের ধারালো ছুরির আঘাতে গুরুতরভাবে আহত গোয়েন্দা পুলিশ কান্ডের মূল অভিযুক্ত পুলিশের জালে। ধৃত মূল অভিযুক্ত সিয়াব উদ্দিন(৩২)। বাড়ি লক্ষিনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে। যদিও এর পূর্বে এই মামলায় অভিযুক্ত ৩ নেশা কারবারিকে পুলিশ জালে তুলে নিয়েছে।ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৮ জুন উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ, চুরাইবারি থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক নেশা বিরোধী অভিযান করতে গিয়ে লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের প্রেমতলা গৌরীপুর সড়কের উপর ৪/৫ জনের নেশা কারবারীদের একটি দলকে আটক করে। নেশা কারবারি দলের হাত থেকে গোয়েন্দা পুলিশের কর্মীরা ২ প্যাকেট ব্রাউন সুগার তাদের হাতে নেওয়ার সাথে সাথে নেশা কারবারিদের দলটি গোয়েন্দা পুলিশের উপর আক্রমণ চালায়।গোয়েন্দা পুলিশ কর্মী জি এম উদ্দিনকে প্রচন্ড মারপিট করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি পেঠ ও পিঠে গভীরভাবে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর গুরুতর ভাবে আহত গোয়েন্দা পুলিশ কর্মীকে কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার নিয়ে গেলে কর্তব্যরত অবস্থা আশঙ্কাজনক দেখে অন্যত্র রেফার করলে গোয়েন্দা পুলিশকর্মীকে শিলচর নিয়ে যাওয়া হয়। পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ 14 নম্বরের সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দেয়। তদন্ত শুরু করে

Exit mobile version