জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রোজগার দাও এই স্লোগানকে সামনে রেখে সর্বভারতীয় কর্মসুচির অঙ্গ হিসেবে আজ উদয়পুরেও বিক্ষোভ কর্ম সূচি পালন করে উদয়পুর জেলা যুব কংগ্রেস। বেকারদের জীবন যৌবনকে অন্ধকারের গলিতে পৌঁছে দেওয়া হচ্ছে কেন ?রাজ্যে কর্মসংস্থান নেই কেন ইত্যাদি দাবি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্যে সরকারের তীব্র সমালোচনা করে যুব কংগ্রেস l ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিন। এই দিনে উদয়পুর জেলা কংগ্রেস সারা ভারতের কর্মসুচির বিভিন্ন বিষয় নিয়ে নানা কর্মসূচি হাতে নিয়েছেl দাবি ও বিক্ষোভ কর্মসূচি পালনের আগে ভারতের স্বাধীনতা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি l এরপর উদয়পুর জেলা কংগ্রেস কমিটির এক সাংঘঠনিক সভা অনুষ্ঠিত হয় উদয়পুর জেলা কংগ্রেস ভবনেl এই সাংঘঠনিক সভা থেকে সমস্ত যুব কংগ্রেস কর্মীরা রাজ্যে ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে নানা দাবির প্লে কার্ড হাতে নিয়ে উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে সামাজিক দুরুত্ব মেনে বিক্ষোভ কর্ম সূচি পালন করে l এই কর্ম সূচিতে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের আসামের অবজারভার অভিজিৎ সরকার বলেন , গত ৪৫ বছরে আমাদের দেশে বেকারত্বের হার এতটাই বৃদ্ধি পেয়েছে তা কল্পনার বাইরে l যদিও বিভিন্ন কায়দায় মোদি সরকারের বিভিন্ন চিত্র ভালো দেখাচ্ছে l বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন অভিজিৎ বাবু l শিশু থেকে বৃদ্ধ ,পুরুষ থেকে মহিলা সকলেই দেশের মোদি সরকারের জমানায় অতিষ্ট হয়ে গেছে l আজকে ভারতে যুব কংগ্রেসের ডাকে রোজগার দাও দাবি জানানো হয়েছে l এই প্রসঙ্গে তিনি আরও বলেন ,আজকের দিনে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল l এছাড়া যুব কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী l এই দিনে দেশের মোদি সরকার ও বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারের কাছে দাবি বেকারদের রোজগার দেওয়ার দাবি জানাচ্ছি l আজকের এই কর্মসূচিতে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস গোমতী জেলা কমিটির সভাপতি সুমন ইসলাম,আর.কে পুর ব্লক কংগ্রেস সভাপতি পরিমল ভৌমিক প্রমূখ l