জনতার কলম প্রতিনিধি,ত্রিপুরা, আগরতলাঃ- মহামারী কোন ভাইরাসের ফলে রাজ্যজুড়ে লকডাউন দেওয়ার ফলে যেমন রাজ্যের চালকদের মধ্যে দেখা গিয়েছিল চিন্তার ভাঁজ লক ডাউনের পরেও সেই চিন্তার ভাঁজ রয়ে গেছে তাদের মধ্যে এমনই চিত্র পরিলক্ষিত হলো রাজধানীর চন্দ্রপুর আইএসবিটিতে। যাত্রীভাড়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এক যানচালক কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সুবিধার কিছু নেই অসুবিধার মধ্যে চলতে হচ্ছে যান চালকদের কেননা মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ তাই যাত্রীসংখ্যা যাচ্ছে কমে এবং গাড়ির মোট সিটের ৫০% যাত্রী নিয়ে যেতে হচ্ছে যান চালকদের বলে অভিমত ব্যক্ত করেন তিনি তাছাড়া যাত্রীভাড়া জনপ্রতি কিছুটা বাড়তি নিয়ে চলছেন বলে জানান তিনি।