Site icon janatar kalam

অবৈধ সম্পর্কের জেরে একসাথে একই দড়িতে আত্মহত্যা করল বিবাহিত দুই প্রেমিক

জনতার কলম, ত্রিপুরা, বিশালগড়,প্রতিনিধি :- কমলাসাগর বিধানসভার অন্তর্গত কৈয়াডেপা এলাকার বাসিন্দা শংকর গোস্বামী বয়স আনুমানিক ৪৪ পিতা কানাইলাল গোস্বামী এবং তার প্রতিবেশী পূর্ণিমা দাস বয়স আনুমানিক ৩২ স্বামী পরিত্যাক্তা তাদের দুইজনের মধ্যে বেশ কয়েক বছর যাবৎ অবৈধ সম্পর্ক ছিল জানা যায় এই বিষয়ে কয়েকবার এলাকায় সালিশি সভা ও হয়েছিল কিন্তু তাদের সম্পর্ক ছিল অটুট। কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক মানতে নারাজ বাধ্য হয়ে গতকাল রাতে পরিবারের অজান্তে পার্শ্ববর্তী রাবার বাগানে দুজনেই একসাথে একই দড়িতে ঝুলে পড়ে। আজ সকালে রাবার বাগানের মালিক বাগানে গেলে ঘটনাটি নজরে আসে খবর দেওয়া হয় মধুপুর থানায় পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মর্গে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।জানা যায় মহিলার দুইটি সন্তান একটি ছেলে বয়স 11 এবং একটি মেয়ে বয়স 6 এদিকে আরো জানা যায় মৃত শংকর গোস্বামীর অবৈধ সম্পর্কের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।

Exit mobile version