জনতার কলম,ত্রিপুরা,আগরতলা :- আবার ও নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য রাজ্যের প্রশাসন জানা যায় আজ ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিস অফিস এর পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয় একজন এই কুরিয়ারে মারফত বাইরে গাঁজা পাঠানোর চেষ্টা করছে বলে. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জয়ন্ত দেবনাথ কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পশ্চিম থানার পুলিশ. রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানকে সাফল্যের রূপ দিচ্ছে রাজ্যের প্রশাসন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা রমরমা ভাবে এই দুই নাম্বারি কারবার চালিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত কুরিয়ারে মারফত গাঁজা পাচারের চেষ্টায় ১৫ কেজি গাঁজাসহ আটক করল এক পাচারকারীকে.