জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- এই লক্ ডাউনের মধ্যে করোনা মহামারী আতঙ্ককে পেছনে ফেলে রাজধানীর মহারাজ গঞ্জ বাজার এর বাজার কমিটির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব কে কেন্দ্র করে বাজারের পাঁচটি দোকানকে রাখি বিক্রি করার জন্য খোলার অনুমতি দিলে, বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারি কথা অমান্য করে আরো পাঁচটি দোকান খুলে দোকানের মালিকরা. তারপর টহলদারি অবস্থায়রত প্রশাসনের কর্মীরা বাজারে ঢুকে বাজারে অনেকগুলি দোকান খোলা দেখে সেগুলিকে বন্ধ করে দেয়. এখন দেখার বিষয় হল বাজার কমিটির কথা অমান্য করে বাজারের দোকানপাট খোলাকে কি নজরে দেখবেন কমিটির অধিকর্তারা? সেদিকে তাকিয়ে রয়েছে অভিজ্ঞ মহলের একাংশ।