Site icon janatar kalam

২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও খোঁজ পেলোনা নদীতে তলিয়ে যাওয়া বৃদ্ধার

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- নদীর জলে তলিয়ে গেল ৬০ বছরের এক বৃদ্ধ অনেক তল্লাশির পর ও পাওয়া গেল না মৃতদেহ। ঘটনা শনিবার নিজ কর্মস্থল থেকে ফিরে এসে প্রাকৃতিক কাজ সেরে নদীতে স্নান করতে গেলে নদীর জলে তলিয়ে যাই ষাট বছরে নারায়ণ দেবনাথ নামক এক বৃদ্ধ। এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনসহ এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে নদীর জলে নেমে খোঁজাখুঁজি করে এবং খবর দেয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে অনেক খোঁজাখুঁজি করার পর বিকালে এনডিআরএফ টিম নদীর জলে নেমে পড়ে বৃদ্ধের মৃতদেহ খোঁজার জন্য, মৃতদেহ না পাওয়ায় ক্ষোভে ফুঁটে উঠে পরিবারের লোকজন। মূলত এখন দেখার বিষয় বৃদ্ধের মৃতদেহ এখানেই আছে নাকি নদীর জলের স্রোতে চলে গেছে অন্য কোথাও? আজ ঘটনার 24 ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদেহের খোঁজ না পাওয়ায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

Exit mobile version