Site icon janatar kalam

ঈদের প্রাক মুহূর্তে করোনা আতঙ্ক সরকারি নির্দেশ মেনে ঈদ পালনে পিছু হটবেনা মুসলিম ধর্মাবলম্বী লোকরা

জনতার কলম,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- আগামী আগস্ট মাসের ১ তারিখ মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব কুরবানি ঈদ. মহামারী করোনা ভাইরাসের প্রকোপ এর ফলে রাজ্যব্যাপী চলছে লকডাউন আর এই রোগ ডাউন এর মাঝে মুসলিম ধর্মাবলম্বীদের কুরবানি ঈদ পালন করা হবে কিনা সেই বিষয় নিয়ে মাথায় চিন্তার ভাঁজ পরিলক্ষিত করা গেল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে তাদের এই প্রধান উৎসব পালন করা হবে কিনা সে বিষয়ে কাজী কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যেহেতু মুসলিম ধর্মের লোকদের এটি প্রধান উৎস তাই যেকোনো ভাবেই এই উৎসব পালন থেকে বিরত থাকবেন না এরা পাশাপাশি সরকারী নির্দেশ মেনে যা করা যায় সেটাই করেন বলে জানান এবং সরকারি নিয়ম নীতি এবং আদেশ কে কোনভাবেই ভঙ্গ করবেন না বলে জানান তিনি. এখন দেখার যে জায়গায় এই বিপন্ন মুহূর্তে অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা নিজেদের প্রধান উৎসব পালন থেকে বিরত রয়েছেন সেখানে মুসলিম ধর্মাবলম্বীরা সরকারি নির্দেশ মেনে কিভাবে পালন করেন তাদের প্রধান উৎসব কোরবানির ঈদ.

Exit mobile version