Site icon janatar kalam

উদয়পুর পোস্ট অফিসে থাবা করোনার, বন্ধ আগামী ৪৮ ঘন্টা

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গোটা রাজ্যের সাথে গোমতী জেলার উদয়পুর মহকুমাতেও করোনা ভাইরাস একের পর এক থাবা বসিয়ে চলছে। মহকুমা শাসকের অফিসের পর এবার উদয়পুর পোস্ট অফিসে থাবা বসালো করোনা। পোস্ট অফিসের এক কমচারীর মধ্যে পাওয়া যায় করোনা ভাইরাসের সংক্রমণ। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে পোস্ট অফিসের আধিকারিকরা। আগামী ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় গ্রাহক পরিষেবা। পোস্ট অফিস সূএে খবর পুরো অফিসটিকে সেনিটাইজার করা হবে। একের পর এক যেভাবে করোনা ভাইরাস উদয়পুরে তাঁর দাপট দেখিয়ে চলছে, তা নিয়ে চিন্তার ভাজ প্রশাসনিক মহলে।

Exit mobile version