Site icon janatar kalam

আটক তিন চূড়া চালানকারি, গ্রামবাসীদের হাতে গণধোলাই

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- গ্রামে ঢুকে গ্রামবাসীদের কবুতর হাঁস মোরগ সহ বিভিন্ন ধরনের গৃহপালিত প্রানী ও পাখি মেরে ফেলে পালানোর গ্রামবাসীদের হাতে আটক তিন উপজাতি যুবক। ঘটনা, রবিবার উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অধীন চন্দ্রপুর ভিলেজ এলাকায়। অভিযুক্ত তিন যুবকের নাম তালুক জমাতিয়া, হেনু জমাতিয়া এবং দিপু জমাতিয়া। বাড়ি উদয়পুর হদ্রা এলাকায়। গ্রামবাসীরা তিনজনকে এদিন হাতেনাতে আটক করে বন দপ্তরের কর্মীদের হাঁতে তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন যাবত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন উদয়পুর রেল স্টেশন এলাকার পাশ্ববর্তী বিভিন্ন গ্রামে কবুতর, হাঁস মোরগ, বিভিন্ন ধরনের পাখি উধাও হয়ে যাচ্ছে। গ্রাম বাসীরা এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অবশেষে রবিবার ধানের সাথে বিষ মিশিয়ে কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি হত্যা করে ব্যাগে ঢুকিয়ে পালিয়ে যাওয়ার সময় তিন উপজাতি অংশের যুবককে হাঁতেনাতে আটক করে ফেলে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা দেবনাথকে। খবর পেয়ে গ্রাম প্রধান ঘটনাস্থলে এসে বন দপ্তরের কর্মীদের খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে অভিযুক্ত তিন জনকে নিয়ে যায়।

Exit mobile version