জনতার কলম , ত্রিপুরা, আগরতলা,প্রতিনিধি:- বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে কমিউনিস্ট পার্টি মাক্সবাদীর সর্বভারতীয় স্তরের কর্মসূচি হিসাবে শহরের বুকে সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিআইটিইউসহ বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়. এদিনের কর্মসূচির মূল বিষয়বস্তু হলো গরিব প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা এবং যে পরিবারগুলি ইনকাম ট্যাক্স দেই না তাদের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে মাসিক অনুদান দেওয়া. কেননা এই বিপন্ন মুহূর্তে মানুষ অনাহারে অর্থাভাবে মরছে কোথাও কোনো কাজ নেই. তাছাড়া সীমান্তবর্তী এলাকায় চলা লকডাউন নিয়েও মুখ খুললেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর. তিনি জানান লকডাউন চলছে ৬দিন হয়ে গেলেও মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না কৃষকরা মাঠে যেতে পারছেন না কিভাবে চলবে এই দেশ এবং তিনি বর্তমান রাজ্য সরকারকে তুলোধুনো করে বলেন যে বর্তমানে রাজ্য সরকার কেড়ে নিয়েছে মানুষের বাক স্বাধীনতা অধিকার তা সত্ত্বেও নানান সমস্যা আক্রমণ থাকার পরেও আন্দোলনে নামছেন সাধারণ মানুষ. আগামী দিনে বিরোধী দলের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি জারি থাকবেন বলেও জানান পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর.