Site icon janatar kalam

নেশা বিরোধী অভিযানে কমলাসাগর ফাঁড়ি “ধ্বংস গাজার চারা”

জনতার কলম,ত্রিপুরা, বিশালগড় প্রতিনিধি :-আজ সকাল 10:30 থেকে দুপুর 12:05 পর্যন্ত প্রায় দেড় ঘণ্টারও অধিক সময় নেশা বিরোধী অভিযানে নামলেন কমলাসাগর ফাঁড়ির ওসি তাপস দাস এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।প্রতিনিয়ত মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা সূত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেশা কারবারিরা প্রতিনিয়ত তাদের নেশা ব্যবসাকে বারিয়ে নিয়ে যাচ্ছেন।আর এই নেশা ব্যবসাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে বাম আমলেরই কিছু নেতা থেকে শুরু করে বর্তমান রাম আমলের কিছু কার্যকরতারা পেছন থেকে ইন্ধন জুগিয়ে যাচ্ছেন। ত্রিপুরা রাজ্যের কমলাসাগর বিধানসভা পূর্বেই গাঁজা তৈরির ক্ষেত্রে একটা ইতিহাস রচনা করে দিয়ে গিয়েছিলেন। বর্তমানে সময় ও তার কোন পরিবর্তন হয় নি। প্রতিনিয়ত কমলাসাগর ফাঁড়ি কর্তব্যরত খাঁকি বাবুরা গাঁজা চারা প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছেন। আজ ও তার ব্যতিক্রম হয় নি। আজ কোনাবন গ্রাম পঞ্চায়েত এলাকার দুইটি গাঁজা নার্সারি থেকে প্রায় 3 লক্ষ 50 হাজার গাঁজার নার্সারি ধ্বংস করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনাবন এলাকার অন্যান্য জায়গায় তারা অভিযান চালাতে পারেন নি। তবে এ অভিযান তাদের প্রতিনিয়ত জারি থাকবে বল উনারা আশা ব্যক্ত করেন।

Exit mobile version