জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- করোনা পরিস্থিতি সম্পর্কে সংগঠন এবং নেতৃত্বকে সঠিক তথ্য ও সহযোগিতা করার জন্য রাজনৈতিক ভাবে গঠিত 4 টি জেলার 23 টি বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে 23 জন অবজারভার। তাছাড়া আগামী 20 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 76 তম জন্মদিন উপলক্ষ্যে আগরতলা পোষ্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কার্যালয়ের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে বসানো হবে 13 ফুট উচ্চতা সম্পন্ন একটি মর্মর মূর্তি। এদিন উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথাগুলি বলেন রাজীব গান্ধী পঞ্চায়েতী রাজ সংগঠনের রাজ্য কনভেনার তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য অজয় কুমার মোড়ল। এদিন সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা প্রনজিৎ রায়, শান্তি কর্মকার, আব্বাস আলী প্রমুখ।