জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বাড়ির নিজ বসতঘরে খুন হল এক ব্যক্তি । ঘটনা উদয়পুর মহারানী ফাঁড়ির গন্ডা বাড়ি এলাকায় । নিহত ব্যক্তির নাম আনন্দ সাধন জামাতিয়া বয়স 56 । সূত্রে জানা যায় রবিবার রাত্রি 11 ঘটিকায় নিজ ঘরে স্ত্রী ও সন্তানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে দায়ের আঘাতে খুন হয় আনন্দ । পুলিশের প্রাথমিক ধারণা ঘটনার সময়ে স্ত্রী ও ছোট ছেলে সাধন ভক্ত জমাতিয়া ছিল । এলাকাবাসী কাছ থেকে জানা যায় সাধন ভক্ত জমাতিয়া গত কুড়ি দিন হয়েছে বহি রাজ্য শিলং থেকে বাড়িতে এসেছে । গতকাল রাত্রিতে আনন্দ জমাতিয়া নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঝগড়া বিবাদ করলেই ছোট ছেলে সাধন ভক্ত জমাতিয়া দা দিয়ে কুপিয়ে খুন করে পিতাকে । রাত্রিবেলায় ঘটনাস্থল থেকে পলাতক সাধন ভক্ত জমাতিয়া । ঘটনাস্থলে মহারানী ফাঁড়ির পুলিশ এবং আর কে পুর থানা ওসি সহ বিশাল পুলিশবাহিনী । পুলিশের প্রাথমিক তদন্তে ডগ স্কোয়াড ফরেনসিক টিম তদন্ত করছে । এলাকায় চাঞ্চল্য বিরাজমান ।