Site icon janatar kalam

১০,৩২৩ জন শিক্ষকদের জন্য ১১,৮০০ নতুন পদ সৃষ্টি করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে ঠিক সেভাবে তারাও যেন পুনরায় কাজে নিযুক্ত হতে তার ব্যবস্থা করার আহবানে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে অল ত্রিপুরা ডিসকন্টিন্যুড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার কমিটি একটি সভায় মিলিত হয়

উল্লেখ্য ২০১২ সালে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে ১৮০ জনকে অশিক্ষক কর্মচারী পদে নিয়োগ করেছিল । তারপর তারা টানা তিন বছর চাকুরী করেছে । কিন্তু হঠাৎ ২০১৫ সালে ১৫৬ জনকে চাকুরিচ্যুত করে । কেন তারা চাকুরিচ্যুত হল তার সঠিক কারণ এখনো তারা জানতে পারেনি । ৭ই ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে অল ত্রিপুরা ডিসকন্টিন্যুড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার কমিটি একটি সভার আয়োজন করে। এদিনের সভায় কমিটির সভাপতি দেবব্রত ত্রিপাঠি বলেন নতুন সরকার আসার পরে তাদের মনে খুশির জোয়ার উঠে , বিভিন্ন সময় তারা রাজ্যের শিক্ষা অধিকর্তা ও শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাদেরকে আস্বস্ত করা হয় যে তাদের কথা সরকারের মাথায় আছে । এদিনের সভা থেকে ১৫৬ জন রামসা শিক্ষকের সরকারের কাছে আবেদন যে সরকার যেভাবে ১০,৩২৩ জন শিক্ষকদের জন্য ১১,৮০০ নতুন পদ সৃষ্টি করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে ঠিক সেভাবে তারাও যেন পুনরায় কাজে নিযুক্ত হতে তার ব্যবস্থা করা ।

Exit mobile version