জনতার কলম, এিপুরা, গন্ডাছড়া প্রতিনিধি :- আবারও ব্রেইন টিউমারে আক্রান্ত গন্ডাছড়া দুর্গাপুর এলাকার গোপাল দাসের ছেলে সৌরভ দাস। জানা যায় ২০১৬ সালে সৌরভের ব্রেইন টিউমার ধরা পড়ে। এই সময় চেন্নাই গিয়ে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ করে তার অপারেশন করা হয়। এরপর তিন বছর ভালই ছিল। ইদানিং প্রায় পনের বিশ দিন আগে হঠাৎ করে তার মাথায় প্রচন্ড ব্যাথা দেখা দেয়। পরে আগরতলা নিয়ে গিয়ে তার সিটিস্কেন করার পর আবার ব্রেইন টিউমার ধরা পড়ে। এই কথা শুনার পর তার মা বাবা কান্নায় ভেঙ্গে পড়ে। কিভাবে তাদের একমাত্র ছেলেকে আবার চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন তা ভেবে পাচ্ছে না। সৌরভের বাবা গোপাল দাস প্রাথমিক বিভাগের একজন শিক্ষক। তিনি শিক্ষকতার চাকরি করে যা সঞ্চয় করেছিলেন ছেলের চিকিৎসা করতে গিয়ে সবই শেষ। এদিকে সৌরভ এই বছর মাধ্যমিক পরীক্ষায় গন্ডাছড়া সেন্ট আরনল ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ৫৫ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে পাশ করে। এমত অবস্থায় তার পড়াশোনার ভবিষ্যতইবা কি হবে। সব মিলিয়ে শিক্ষক গোপাল বাবুর পরিবার এখন দিশেহারা।