জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে উদয়পুর অমরপুর সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। বারবার সংস্কারের দাবি উঠলেও কোন প্রকার কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট দপ্তর। এমনটাই অভিযোগ উদয়পুর অমরপুর সড়কের যান চালকদের। তাদের অভিযোগ গত দেড় বছর ধরে রাস্তাটির অবস্থা বেশি খারাপ হয়ে আছে। যার জন্য সপ্তাহে দুই তিনবার গাড়ি মেরামত করাতে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তাদের অভিযোগ রোড টেক্স দিতে যদি সামান্য দেরি হয় তাহলে সাত থেকে আটশ টাকা ফাইন দিতে হয়। সেই জায়গায় রাস্তা মেরামত করতে কেন এত গড়িমষি। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শয়ে শয়ে গাড়ি চলাচল করে। আগরতলা উদয়পুর হয়ে অমরপুর, যতনবাড়ি, করবুক, শিলাছড়ি, তৈদু, অম্পি, তেলিয়ামুড়া, গন্ডাছড়া সহ আরও বিভিন্ন জায়গায় যান চলাচল করে এই রাস্তা দিয়ে। তাদের দাবি অবিলম্বে এই ব্যস্ততম রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযুক্ত করে দেওয়া হোক।