Site icon janatar kalam

ওয়ান নেশন ওয়ান রেশন প্রকল্পে ত্রিপুরা এগিয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- শুক্রবার রাজধানীর মহাকরণে রাজ্যের ক্রীড়া ও খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব এক সাংবাদিক বৈঠকে মিলিত হন এবং এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের রেশনিং ব্যবস্থার কথা তুলে ধরে তিনি জানান রাজ্যে রেশন সামগ্রী তুলার পর যে মোবাইল নম্বরটি রয়েছে তাতে ম্যাসেজ চলে যায়, তাছাড়া ওয়ান নেশন ওয়ান রেশন যে রেশনিং সিস্টেম চালু হয়েছে রাজ্যে তা সফলভাবে চালু করতে পেরে খুশি প্রকাশ করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব. পাশাপাশি ভারতবর্ষের এতোগুলু রাজ্যের মধ্যে গোয়া, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরায় শুধু এই প্রকল্প শুরু হয়েছে বলে জানানোর সাথে এই প্রকল্পে ত্রিপুরা রাজ্য অনেক এগিয়ে থাকার বিষয়টাকে গর্বের বলে অভিমত ব্যাক্ত করেন তিনি.

Exit mobile version