জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর পূর্ব থানার অন্তর্গত বি.কে রোডস্থিত একটি বেসরকারি হোটেলে রাজধানীর পূর্ব থানা ও পূর্ব মহিলা থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ১০জন পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ. তাছাড়া এই পুলিশি অভিযানের খবর পেয়ে হোটেলের দ্বিতল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার ফলে কোমর ভেঙে আহত হয়ে যায় এক যুবতী, পরে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে আহত যুবতীটিকে উদ্ধার করে নিয়ে যায়. তাছাড়া পুলিশ এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে তদন্ত চালাবে বলে জানিয়েছে.