জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- আজ থেকে শুরু হল রাজ্যের সীমান্তবর্তী এলাকার ৭ দিন ব্যাপী লক ডাউনের পর্ব. তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ব্যারিগেট ও লক ডাউনের বিধিনিষেধ মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে. কিন্তু রাজ্যের একটি সীমান্তবর্তী এলাকায় লন্ডনের লকডাউন এর বেরিগেট নিয়ে অভিযোগ আনলেন এক দোকানদার তার বক্তব্য গতকাল সকাল বা দুপুর দিকে যদি এই নিয়ম নীতি বিধি-নিষেধ নিয়ে সচেতন করে যত প্রশাসনের পক্ষ থেকে তাহলে এরা নিশ্চিত হতে পারতেন যে লক ডাউন চলাকালীন তাদের দোকান খুলতে পারবে কিনা তা নিয়ে. কিন্তু এখন দোকানের মালপত্র কেনার পর যখন দেখা যাচ্ছে যে ওনার দোকান লকডাউন এর বেড়িগেটের মধ্যে পড়ে গেছে এখন সেই ক্ষতিপূরণ কে দেবে বা কিভাবে সেই ক্ষতিপূরণ মেনেজ করবে তা নিয়ে চিন্তার ভাঁজ উনার কপালে. এখন দেখার সীমান্তবর্তী এলাকার ওই দোকানদারের অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় রাজ্যের প্রশাসন.