Site icon janatar kalam

ভয়াবহ যান দুর্ঘটনা অল্পেতে রক্ষা পেলো ৪টি প্রাণ , ঘটনা মাতাবাড়ি এলাকায়

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি:- মাতাবাড়িতে ভয়াবহ যান দুর্ঘটনা. অল্পেতে প্রাণে রক্ষা পেলো তিন দিনের শিশু সহ চার যাত্রী l জানা যায় দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর মাতাবাড়ি সড়কের ফুলকুমারী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় জাতীয় সড়কে l ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী l দমকলের কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে পৌঁছে দেয় l সেখানেই তাদের চিকিৎসা চলছে l স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, সাব্রুম মনুঘাটের বাসিন্দা শান্ত লক্ষী ত্রিপুরার (৪৫) পরিবারের এক প্রসূতি মা তিন দিন আগে এক সন্তানের জন্ম হয় l বৃহস্পতিবার সকালে তাদের হাসপাতাল থেকে ছুটি দেয় l এর পর উদয়পুর গোকুলপুর এলাকার মারুতি চালক স্বপন বণিক কে নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেয় l ফুলকুমারী এলাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকায় উল্টু দিক থেকে আসতেই মুখুমুখি ধাক্কা দেয় l এতে নব জাতক শিশুর গাড়িটি জাতীয় সড়কে উল্টে যায় l এতে ওই গাড়ির চালক সহ চার যাত্রী আহত হয় l তাদের তিন জন আহতদের একটি প্রাইভেট গাড়ি দিয়ে গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় l আর দমকলের কর্মীরা অপর যাত্রী শান্ত লক্ষী ত্রিপুরা (45) কে জেলা হাসপাতালে নিয়ে যায় l প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় l এদিকে এই দুর্ঘটনায় দুটি গাড়ি , একটি স্কুটি ও একটি মোটর বাইক ব্যাপক ক্ষতি হয়.

Exit mobile version