Site icon janatar kalam

শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষে যোগদান ভারতীয় জনতা পার্টিতে

জনতার কলম প্রতিনিধি , ত্রিপুরা , আগরতলা:- অখন্ডিত ভারতকে যে খণ্ডিত করছে তা থেকে দেশকে বাঁচাতে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যে যে পরিকল্পনা গ্রহণ করছেন তা দেখে অনুপ্রাণিত হচ্ছে রাজ্যের মানুষ. তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রকে বাঁচিয়ে নতুন রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে আগরতলা নোয়াগাঁও কৃষ্ণ নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ পরিবারের ১৫০ জন লোক ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হলো. তাদের বরণ করে নেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি দা: মানিক সাহা মহোদয়.

Exit mobile version