Site icon janatar kalam

বিজেপি ও আইপিএফটিকে সমস্যা সমাধান করে এক হয়ে ত্রিপুরা ও এডিসি এলাকার উন্নয়নের নির্দেশ সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব জির

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- একান্ন পিঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এদিন মাতাবাড়িতে আসলে উনাকে স্বাগত জানান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। এদিন রাম মাধবের সাথে আসেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এদিন মাতাবাড়িতে পূজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে উনি মাতাবাড়িতে আসেন। বর্তমান করোনা মহামারীর সময়ে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ একান্ত কাম্য। এছাড়া দলীয় সাংগঠনিক বিষয়ে এবং আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখেই উনি রাজ্য সফরে এসেছেন। উল্লেখ্য, শুক্রবার দুপুরে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমান বন্দরে আসেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

Exit mobile version