জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- মাতাবাড়ি ব্লকের ইন্দিরা নগর পঞ্চায়েতর কোভিড জোন এলাকায় আটকে থাকে ৬৬ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী প্রদান করতে এগিয়ে এসেছে কঠীয়া বাবা ব্রিস্ক ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার প্রণব ঘোষ l বুধবার দুপুরে ওই এলাকার সকল পরিবারের কর্তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন প্রণব বাবু l এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি মন্ডল সম্পাদক বাপন দাস l কন্টেনমেন্ট জোন এলাকার বাসিন্দারা এই সাহায্য পেয়ে দারুন খুশি বলে জানিয়েছে l এক জন ব্যবসায়ীর এই ধরণের মানবিকতার দৃষ্টি ভঙ্গির ভূয়সী প্রশংসা করেন স্থানীয় বিজেপি নেতা বাপন দাসওl উল্লেখ্য,ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রামে এক জন করোনা রোগী সন্ধান মিলেছে l তাই ওই গ্রামকে কোভিড জোন ঘোষণা করেছে প্রশাসন l এর পরই ওই গ্রামে কোন লোক কে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা l আবার ওই গ্রাম থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছেনা l ফলে এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জনৈক ইট ভাট্টার মালিক প্রণব ঘোষ l