জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি:- জানা যায় দক্ষিণ জয়নগর এলাকার স্বপন দাস ১০৩২৩ শিক্ষক পদে চাকুরীরত ছিলেন, একত্রিশে মার্চ চাকরিচ্যুত হওয়ার পর পরিবারের খরচ চালাতে এবং মায়ের ওষুধ যোগানে হিমশিম খেয়ে যায় স্বপন দাস, কোন কিছু হদিস না পেয়ে সংসার চালানোর জন্য একটি দোকান দেয় স্বপন দাস, কিন্তু আজ হঠাৎ কিছু দুষ্কৃতিকারী স্বপন দাস এর ভাইয়ের সে দোকানে গিয়ে উঠে এবং ৫০ হাজার টাকা দেওয়ার দাবি করে, চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষক স্বপন দাস ও তার ভাই সেই টাকা দিতে রাজি না হওয়ায় দুস্কৃতিকারীরা হামলা চালায় তাদের উপরে, এবং স্বপন দাস এর বৌদি যখন স্বপন দাস কে বাঁচাতে সামনে আসে তোমাদের স্মৃতি কারীরা সেই মহিলার সাথে ও অশালীন আচরন করেন বলে জানান স্বপন দাস. তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়. এই ঘটনায় দক্ষিণ জয়নগর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়.