Site icon janatar kalam

অপহরণকারী যুবকের খোঁজ না পেয়ে পুলিশ তুলে আনল তার মা-বাবাকে

জনতার কলম,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- কথায় আছে মা-বাবার পাপের ফল ভুগতে হয় সন্তানদের কিন্তু আধুনিক যুগে প্রবাদটা যেন একটু বদলে গেছে ছেলের পাপের ফল ভুগতে হচ্ছে মা-বাবার. জানা যায় গত ৪ তারিখ আমতলী এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় এলাকার প্রসেনজিৎ দাস নামে এক যুবক এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপহৃত নাবালিকার বাড়ি পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয় মামলাতে পুলিশ তদন্ত শুরু করলে ছেলে কাউকে খুঁজে না পাওয়ায় তুলে নিয়ে আসে যুবকের মা-বাবাকে কেননা পুলিশের ধারণা অপহৃত নাবালিকা ও যুবকটি কোথায় আছেন সে সম্বন্ধে অবগত আছেন বলে তা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায়

Exit mobile version