Site icon janatar kalam

মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

জনতার কলম ,কদমতলা প্রতিনিধি :- মাধ্যমিকের ফল প্রকাশের পর কৃতি ছাত্র ছাত্রী দের বাড়ি গিয়ে তাদের কে উৎসাহিত করছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারি সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ। কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হরিহর নাথ, দেবশ্রী দে,ধৃতিমান নাথ,সায়ন্তন নাথ,সংগীতা দাস,তানিয়া জামান চৌধুরী, তমা নাথ,সঞ্চিতা নাথরা মাধ্যমিকে ভালো করে।এই গ্রামীণ এলাকার ছেলে মেয়েরা মাধ্যমিকে ভালো করায় ব্যক্তিগত ভাবে বিশ্বজিৎ বাবু তাদের বাড়িতে গিয়ে এই সমস্ত ছাত্র ছাত্রীদের উত্তরীয় ও ডিকশনারি দিয়ে তাদের কে সংবর্ধনা প্রদান করেন। উনার সাথে ছিলেন কদমতলা কৃষি সমবায় সমিতির চেয়ারম্যান শুভাশিস সেনগুপ্ত, গ্রাম প্রধান বিক্রম নাথ, উপ প্রধান মান্না গোস্বামী, অমিতাভ নাথ প্রমুখরা। তিনি প্রত্যেক ছাত্র ছাত্রীর অভিবাবক দের সাথে কথা বলেন। কোন অবস্থায় সাথে তাদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দেন। অনেক গরিব ঘরের ছেলে মেয়েরা ভালো ফল করেছে তাদের উচ্চ শিক্ষা লাভের জন্য সরকার সাহায্য করবে। প্রসঙ্গত এই প্রথম কদমতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করতে দেখা গেলো কোন নির্বাচিত জনপ্রতিনিধি কে। সংবর্ধনা পেয়ে খুশিতে আপ্লুত ছাত্র-ছাত্রীরা।

Exit mobile version