Site icon janatar kalam

৬দফা দাবির ভিত্তিতে গোটা রাজ্যের সঙ্গে উদয়পুরেও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ৭ জুলাই ৫টি বামপন্থী দলের আহ্বানে ৬ দফা দাবিতে গোটা রাজ্যের সঙ্গে উদয়পুরেও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জামতলাস্থিত সিপিআই(এম) উদয়পুর মহকুমা অফিসের সামনে রাস্তার দুপাশে বুকে দাবির পোস্টার ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয় জনতা। দাবি গুলো যথাক্রমে আয়কর দেন না এমন সব পরিবারকে প্রতিমাসে ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি চলবে না, রেগা-টুয়েপে বছরে ২০০ দিন কাজ এবং মজুরি বৃদ্ধি করতে হবে, এগুলো সহ মোট ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে। উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রতন ভৌমিক, গোমতী জেলা সম্পাদক মাধব সাহা, মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস, আরএসপি নেতা জয়গোবিন্দ দেবরায়, ভানু লোধ, সিপিআই(এম এল) নেতা পার্থ কর্মকার, ফরওয়ার্ড ব্লক নেতা স্বপন চন্দ্র দাস প্রমুখরা।

Exit mobile version