জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- রাজ্যে লক ডাউন চলাকালীন ছাত্রছাত্রীরা কেউ ঘর থেকে বেরোতে পারেনি এবং সেই সুযোগে রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের অর্থের ৮০ শতাংশ আটকে রাখছেন এবং অন্যান্য প্রাপ্য সুযোগ সুবিধা আটকে রাখছেন বলে অভিযোগ এবিভিপি উপজাতি ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদিকা বনশ্রী দেববর্মার, তিনি আরো বলেন রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীদের নিয়ে যে ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে তা বন্ধ করে তাদের প্রাপ্য স্টাইপেন্ডসহ প্রাপ্য সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দেওয়া হোক. তাঁরই পরিপ্রেক্ষিতে এবিভিপি উপজাতি ছাত্র সংগঠন রাজধানীর লেক চৌমুহনিষ্ঠিত এসটি কর্পোরেশনের অধিকর্তার নিকট তাদের দাবিদাওয়া পূরণের দাবী নিয়ে এক ডেপুটেশনে মিলিত হন.