জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর বনদপ্তর এর উদ্যোগে টেপানিয়া গ্রামে প্রায় পাঁচ একর জমির উপরে গড়ে তোলা হবে উদয়পুর স্মৃতি বন। শনিবার দুপুর বারোটায় এই স্মৃতি বনের উদ্বোধন করেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রাম পদ জমাতিয়া ও বিপ্লব কুমার ঘোষ, সহ প্রমূখ। ছিলেন জেলা বনদপ্তরের আধিকারিক সহ বনদপ্তরের অন্যান্য কর্মচারীরা। এর উদ্বোধন করে মন্ত্রী শ্রীসিংহ রায় বলেন, এই স্মৃতি বনে যে কেউ তাদের পূর্বপুরুষদের নামে সুনির্দিষ্ট বৃক্ষরোপণ করতে পারবেন এবং তার পাশে পূর্বপুরুষদের নামাঙ্কিত স্থাপন করতে পারবেন। তবে অবশ্যই তার জন্য বনদপ্তর কর্তৃক নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। এই বৃক্ষকে সম্পূর্ণভাবে রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকবে বনদপ্তর। তিনি আরো বলেন উদয়পুর স্মৃতি বনকে আগামী দিনে একটি আদর্শ পর্যটন ক্ষেত্র ও পিকনিক স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।