জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- শুক্রবার ঘোষিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের নতুন পরীক্ষার্থীর ফলাফল. এই বছর রাজ্যে নজর কাড়লো উদয়পুরের ছাত্রছাত্রীরা, ৪৮২ নম্বর পেয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় এবছর যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করলো উদয়পুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের বর্ণালী দেবনাথ। বর্নালীর পিতা পেশায় চাকরিচ্যুত 10323 শিক্ষক। বর্নালী র এই সাফল্যে খুশি বাবা মা সহ পরিবারের সকল লোকজন ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।বর্নালী জানান দৈনিক 4/5 ঘন্টা করে পড়াশুনা করতো। গৃহশিক্ষক ছিলেন ছয় জন। টেষ্ট পরীক্ষায় বর্নালীর প্রাপ্ত নম্বর ছিলো 477। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বর্নালী জানান আগামীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। আগামীতে আই পি এস অথবা আই এ এস অফিসার হওয়ার ইচ্ছা আছেন বলে জানায় বর্ণালী। তাছাড়া 479 নম্বর পেয়ে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে সপ্তম স্থান দখল করেছে উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের কৃতী ছাত্র সঞ্বন পাল। সঞ্বন এর পিতা শিব প্রসাদ পাল উদয়পুর চাইল্ড লাইনে কর্মরত এবং মা চম্পাকলি পাল গৃহিনী। সঞ্বন বিজ্ঞান নিয়ে পড়তে চায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্বন জানান টেষ্ট পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিলো ৪৭৩। এইবার মাধ্যমিক পরীক্ষায় ছয় নম্বর বেড়ে হলো ৪৭৯। তার এই সাফল্যের পেছনে মা বাবা দুজনেরই সমান অবদান রয়েছে পাশাপাশি গৃহ শিক্ষক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা দের অবদান রয়েছে। সঞ্বন জানান ওর ছয়জন গৃহশিক্ষক ছিলো। দৈনিক নির্দিষ্ট সময় সীমা করে পড়াশোনা করতো না, যখন ই ভালো লাগতো পড়াশোনা করতো। সঞ্বন এর কার্টুন দেখতে ভালো লাগে এবং মাঝে মাঝে মোবাইলে গান শুনতে পছন্দ করে। পাশাপাশি ৪৮৩ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করল উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের অলড্রিন রায়, বাবার নাম মানিক রায়, এবং মার নাম বর্ণালী রায়.