Site icon janatar kalam

ফের ভূমিকম্প,সাতসকালে কেঁপে উঠল কাশ্মীর

জনতার কলম,প্রতিনিধি, শ্রীনগর: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একপ্রান্ত। মঙ্গলবার সকালে ভূ-কম্পন অনুভূত হল কাশ্মীরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ ম্যাগনিটিউড। সকাল ৮ টা ৫৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। জম্মু কাশ্মীরে কাত্রা থেকে ৮৪ কিমি পূর্বদিকে এই ভূমিকম্প আঘাত হানে। যদিও কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব ভারত। রবিবার কেঁপে উঠেছে মেঘালয়ের একাংশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৯। কিছুদিন আগে, দেশের উত্তর-পূর্বের রাজ্য একাধিকবার কেঁপে উঠেছে। অসম সহ মিজোরাম কেঁপেছে একাধিকবার। জুনের ১৮ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে কম্পন বোঝা গিয়েছে প্রায় পাঁচবারের বেশি। বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

Exit mobile version