Site icon janatar kalam

সি পি আই এম ছেড়ে বিজেপিতে ২৭ ভোটার

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- রবিবার বিরোধী দল সি পি আই এম এর 7 পরিবারের 27 জন ভোটার যোগ দিলো শাসক দল বিজেপিতে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, শক্তিকেন্দ্র ইনচার্জ কাকন মিয়া প্রমুখ। উল্লেখ্য, রবিবার উদয়পুর 31 রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র অধীন 14,15,16 নম্বর বুথের 4 নম্বর শক্তিকেন্দ্রের নবনির্মিত দলীয় কার্যালয়ের ফিতা উদ্ভোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। দলীয় কার্যালয় উদ্ভোধন শেষে হয় এই যোগদান অনুষ্ঠান।

Exit mobile version