Site icon janatar kalam

রাজ্যের সর্বোচ্চ রক্তদান শিবিরের আয়োজন করে দেখালো ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন:- শিক্ষা মন্ত্রী

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:-শনিবার রাজধানীর স্কাইলার্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত হল পঞ্চদশ রক্তদান শিবিরে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্ত্রী নীতি দেব ও ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা. এদিন শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে ভূমিকা তুলে ধরেন এবং তিনি জানান যে এবছর করোনা ভাইরাসের আতঙ্ক থাকার পরেও এখন অব্দি ২৫ টি রক্তদান শিবিরের আয়োজন হয়েছে এবং এবছর আগামীতে আরো বেশ কয়েকটি রক্তদান শিবিরের আয়োজন রয়েছে বলে জানান তিনি. পাশাপাশি রাজ্যে সর্বোচ্চ ৩৪১ জন রক্তদানকারী শিবির যেটা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছিল সেই শিবিরের গুরুত্ব তুলে ধরেন এবং রক্তদান শিবিরে মহিলাদের এগিয়ে আসা গুরুত্ব তুলে ধরেন শিক্ষামন্ত্রী. এদিন বক্তব্য শেষে অতিথিরা আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখেন এবং কথা বলেন রক্তদাতাদের সঙ্গে.

Exit mobile version