Site icon janatar kalam

৭দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশ প্রদান ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির

জনতার কলম, ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ৭ দফা দাবী নিয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় । এই মধ্যে আয়কর দিতে হয়না এমন সমস্ত পরিবারকে ৬মাস রেশন থেকে বিনামূল্যে মাথাপিছু ১০কেজি চাল প্রদান করতে হবে, এম জি এম রেগে জব কার্ড হোল্ডারদের ২০০দিনের কাজ সহ ৩৪০টাকা মুজুরি প্রদান সহ বাকি আরো ৫দফা দাবিসনদ তুলে দেন তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট। উক্ত প্রদিনিধি দলে ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্যা কমরেড শুভা চক্রবর্তী, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক কমরেড হিমান রায়, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি কমরেড অজয় ঘোষ সহ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রদীপ সরকার, সদস্য কমরেড অলক চক্রবর্তী ।।

Exit mobile version