Site icon janatar kalam

33 কাকরাবন মন্ডলের উদ্যোগে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহার উপস্থিতিতে রক্তদান শিবির আয়োজিত হয়

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বিজেপি সংখ্যা লঘু মোর্চা 33 কাকরাবন মন্ডলের উদ্যোগে কাকরাবন ডায়েট কলেজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এবং সাদা পায়রা উড়িয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এছাড়া রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, সংখ্যা লঘু মোর্চার গোমতী জেলা সভাপতি রফিক মিয়া প্রমুখ। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা এই কাকরাবন বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়কের নাম না উল্লেখ করে বিগত আমলের কাজকর্মের সমালোচনা করে এই কেন্দ্রে আগামী দিনে একজন বিজেপি বিধায়ক নির্বাচিত করার জন্য দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের প্রতি আহ্বান রাখলেন। এদিন এলাকার দুইজন স্কুল পড়ুয়া শিশু মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহার হাতে তাদের জমানো লক্ষী ভান্ডার তুলে দেন। এদিন রক্তের সঙ্কট মেটাতে দলীয় কর্মী সমর্থকরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরটি পরিচালনা করেন উদয়পুর ব্লাড ব্যাঙ্ক এর কর্মীরা।

Exit mobile version