সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বিশালগড়: একই রাতে উওর ব্রজপুর এলাকায় দুই বাড়িতে চুরি হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা। জানা যায় বিশালগড় সংলগ্ন উত্তর ব্রজপুর কদমতলি এলাকার নিবাসী অহিদ মিয়া গতকাল সন্ধ্যায় পরিবার সমেত শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, তখন ফাকা বাড়ি পেয়ে চুরের দল হানা দেয় অহিদ মিয়ার বাড়িতে। তারপর পরের দিন সকাল হলে বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং দরজার সামনে একটা লোহার রড পরে আছে তখন ঘরে ডুকতেই দেখতে পায় সুকেশের তালা ভেঙে সমস্ত মালপত্র উলট পালট করে স্বর্ন,রোপা সহ নগদ তের হাজার টাকা চুরের দল নিয়ে যায়। অপরদিকে একই এলাকার বিএসএফে কর্মরত জামসেদ আলম, পিতা শাহজাহান মিয়া এর বাড়িতে দীর্ঘ কয়েকমাস যাবৎ বাড়িতে কেউ না থাকায় সম্পুর্ন ফাকা বাড়ি পেয়ে চুরের দল এই বাড়িতে হানা দেয় এবং কি কি নিয়ে যায় সেটা এখনো স্পষ্ট জানা যায় নি কারন বাড়ির মালিক এখনো আসেনি। তাছাড়া লকডাউনের মধ্যে আর্থিক দিক থেকে সংকট পরিস্থিতিতে চুরের দল সবকিছু নিয়ে যাওয়াতে মানসিক ভাবে ভেঙে পড়ে অহিদ মিয়া। বিশালগড় থানায় ঘটনাটি জানালে কর্ত্যবরত এ এস আই প্রবাল দেবর্বমা ঘটনাস্থলে পৌঁছে সবকিছু দেখে একটি চুরির কেস ফাইল করে এবং অতিসত্বর এই চুরের দলকে আটক করবে বলে জানিয়েছেন।