Site icon janatar kalam

সরকার এখনও ভুলেনি হিসাব চাওয়া হবে সবকটার : মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: রাজধানী আগরতলার চন্দ্রপুর আইএসবিটি একটি সোসাইটির হাতে হস্তান্তরিত করা হয়, বুধবার সোসাইটির পক্ষ থেকে চন্দ্রপুর আইএসবিটি নতুন রুপে উদ্বোধন করা হয়. উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং পরিবহন দপ্তরের চেয়ারম্যান দীপক মজুমদারসহ সোসাইটির সম্পাদক ও অন্যান্য কার্যকর্তারা. এদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহন দপ্তরের অর্থ নয়ছয় নিয়ে বিগত সরকারকে এক হাত নেন তিনি জানান পরিবহন উন্নতির বাবদ বহু অর্থ বরাদ্দ হয়েছিল, কোথায় গেলো সেই টাকা এবং কিভাবে ব্যবহৃত করেছেন সেই টাকাগুলুকে, এবং সরকারের এই সহানুভূতিপূর্ণ মনোভাবকে ব্যবহৃত করে এখন পর্যন্ত সেই অর্থের হিসাব দেয়নি, সরকার এখনো তা ভুলেনি, সবকতার হিসাব চাওয়া হবে বলে ব্যাক্ত করেন তিনি. এদিনের অনুষ্ঠান শেষে অতিথিরা আইএসবিটি চত্বর ঘুরে দেখেন.

Exit mobile version