Site icon janatar kalam

করোনা পরিস্থিতে জগন্নাথের উৎসবকে আলোকিত করতে না পারায় বৃদ্ধাদের কান্নার ছবি ধরা পড়লো জনতার কলমের পর্দায়

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- করোনা ভাইরাস এর জন্য এবছর সারা রাজ্যের সাথে উদয়পুর জগন্নাথ সেবা মন্দিরেও শুধুমাত্র নিয়ম মাফিক রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুর একটায় সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগিয়ে জগন্নাথ সেবা মন্দিরের কর্মকর্তাগন এবং কিছু ভক্তগন জগন্নাথ দিঘীর পাড় স্থিত জগন্নাথ সেবা মন্দির থেকে একটি ছোট্ট রথে করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে নিয়ে জগন্নাথ দিঘীর পাড় স্থিত রবীন্দ্র সংঘ সংলগ্ন শীতলা বাড়ি পর্যন্ত পরিক্রমা করে পুনরায় জগন্নাথ সেবা মন্দিরে নিয়ে গিয়ে একটি অস্থায়ী মন্দিরে সাতদিন এর জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে রাখা হয়। অন্যান্য বছর যেখানে হাজার হাজার পূর্নার্থীরা উপস্থিত থেকে জগন্নাথ সেবা মন্দির থেকে রথযাত্রা বের হয়ে জগন্নাথ দিঘীর পাড় হয়ে জামতলা, নিউ টাউন রোড হয়ে মহাদেব বাড়িতে সাতদিন রাখা হতো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে সেখানে এবছর করোনা ভাইরাস এর জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে জগন্নাথ সেবা মন্দিরের একটি অস্থায়ী মন্দিরে রাখা হয়।

Exit mobile version